মানব দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল লিভার বা যকৃত। শরীরকে সুস্থ্য ও সবল রাখতে সাধারনত লিভারকে অনেক কাজ করতে হয় যেমন খাদ্য হজম করতে, গ্লাইকোজেনের সঞ্চয়, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, ঔষুধ বা অন্যান্য রাসায়নিক নির্বিষকরণ, পিত্তরস উৎপাদন, রক্ত পরিশোধন ইত্যাদি।
উল্লেখিত কাজ ছাড়াও লিভার দেহের আরও কিছু জৈব-রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। লিভারের নানা রোগে আমরা ভুগে থাকি। অনেকে আবার বুঝতেও পারেন না লিভারের কোনো সমস্যা হয়েছে কিনা, আর হলেও কোন চিকিৎসকের কাছে যাবেন।
ছবি : যে সব রোগের চিকিৎসা দিচ্ছেন ডা.শরীফুল মতিন
সঠিক চিকিৎসা ও চিকিৎসকের শরনাপন্ন হবার অভাবে একটা বিশাল সংখ্যক রোগীই অকালে প্রান হারাচ্ছেন।এসব রোগ থেকে পরিত্রান ও সঠিক নির্ভুল সেবা পেতে চলে আসুন বানিয়াচং উপজেলা সদরের নতুন বাজারের শ্যামলী ম্যানসনে অবস্থিত হেলথ এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে।
এখানে রোগী দেখছেন গ্যাস্ট্রেলিভার, পরিপাকতন্ত ও মেডিসিন বিশেষজ্ঞ (বিএমডিসি রেজি নং এ-৫১২৮৩) ডা. মো: শরীফুল মতিন। (এমবিবিএস,বিসিএস স্বাস্থ্য, এমআরসিপি (লন্ডন), এফসিপিএস (এফপি) লন্ডন।
রেজিস্ট্রার গ্যাস্ট্রেএন্ট্রারলজি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. শরীফুল প্রতি বৃহস্পতিবার বেলা ১১ থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগী দেখছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের সিরিয়াল পেতে ০১৭৭৬-৯৭৭৮০০ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply