শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১অক্টোবর) মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।
প্রধান অতিথি বক্তব্যে এমপি মজিদ খান বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ছে কিনা সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করা দরকার। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখা আবশ্যক।
অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মন্দরী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামসুল হক, খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম।
এ এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply