1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন : এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার
  • বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে
ছবি : খেলায় বিজয়ী দলের হাতে পুরষ্কার তোলে দিচ্ছেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজ সুস্থ্য সুন্দর জীবন গঠন করতে পারে।

মাদকের ছোবল থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। বর্তমান শেখ হাসিনা সরকার খেলাধুলাসহ সাংস্কৃতি বিকাশে নানাবিধ পরিকল্পনা গ্রহন করেছে। প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরী শুরু করেছেন।

তিনি বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) জনাব আলী সরকারি কলেজ ফুটসাল ফুটবল টুর্ণামেন্টর-২০২৩ ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও খেলোয়াড় ফয়সল আহমেদ এবং নুরউদ্দিনের যৌথ পরিচালনায় ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসাইন, ৪নং ইউপি আওয়ামী লীগের সহসভাপতি সাবাজুর রহমান প্রমুখ।

ছবি : বক্তব্য রাখছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলাকে ভালোবাসেন। আর আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নতি সাধন হয়েছে।

আজকের খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা বিজয়ী হতে পারেননি তাদেরকেও ধন্যবাদ। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। যারা নিয়মিত খেলাধুলা করে তারা কোনো অপরাধ করতে পারে না। খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো: শহিদুর রহমান নয়নের সার্বিক প্রচেষ্টায় ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য আরিফ ফয়সল খান বাঁধন, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সায়েব আলী, টুর্ণামেন্টের উপদেষ্টা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ ডেজ এম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, জাতীয় শ্রমিক লীগ বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া।

ছবি : বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী।

উক্ত ফাইনাল খেলায় মজলিশপুর এ এ আর সুপার সিক্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে সখী ফাউন্ডেশন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন স্বনামধন্য রেফারি আব্দুর রউফ মাষ্টার। সহকারি রেফারি ছিলেন মতিউর রহমান মতি ও আবুল কাশেম।

পরে বিজয়ী টিমের হাতে পুরষ্কার হিসেবে ফ্রিজ ও রানার্সআপ টিমের হাতে এলসিডি টিভি তোলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু,সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু,সিনিয়র সদস্য রায়হান উদ্দিন সুমন, ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম সুমনসহ শতশত ফুটবল ক্রীড়ামোদী ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD