বিগত ২০২২ খ্রিস্টাব্দের ৫ মে বানিয়াচং উপজেলা সদরের সৈদ্যারটুলা ছান্দে সংঘটিত ভয়াবহ সংঘর্ষের ঘটনা শনিবার (২৩ সেপ্টেম্বর) শালিসে নিস্পত্তি করা হয়েছে।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের সভাপতিত্বে সকাল ১০টায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। অবশেষে তার প্রচেষ্টায় ছান্দের এ ঘটনাটি নিষ্পত্তি হল।
বৈঠকে ছান্দবাসীসহ বানিয়াচঙ্গের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পঞ্চায়েত সর্দার, ধর্মীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিশান হিসেবে উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয়পক্ষের জবানবন্দি শুনার পর একটি বোর্ড গঠন করে রায় দেয়া হয়। রায়ে উভয়পক্ষের আহতদের ক্ষতিপূরণ বাবদ বীর মুক্তিযোদ্ধা ধন মিয়া চেয়ারম্যানের পক্ষকে ১২ লাখ টাকা ও অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের পক্ষকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়।
এছাড়া নজরুল ইসলাম খানের সর্দারী বাতিল করে আগামী এক মাসের মধ্যে নতুন ছান্দ সর্দার নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। নতুন ছান্দ সর্দার নির্বাচনের আগ পর্যন্ত এক মাস ছান্দের কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডভোকেট নজরুল ইসলাম খানকে প্রধান করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেয়া হয়।
কমিটিতে উভয়পক্ষের লোক রাখা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর ছান্দের খরতির জঙ্গল (লক্ষীবাওর জলাবন) লীজ দেয়ার জন্য তারিখ ধার্য করা হয়েছে।
শালিস বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান, ১নং ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, কাজী মুফতি আতাউর রহমান, মুজিবুল হোসেন মারুফ, জয়নাল আবেদীন,মাওলানা মশিউর রহমান উপস্থিত ছিলেন ।
এসময় ছান্দের শত শত বাসিন্দাছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply